শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সারাদেশ » কেশবপুরে করোনায় কর্মহীন মাইক লাইট মালিক শ্রমিকদের মানবেতর জীবন যাপন
কেশবপুরে করোনায় কর্মহীন মাইক লাইট মালিক শ্রমিকদের মানবেতর জীবন যাপন
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া যশোর জেলা মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যণ সমিতি কেশবপুর শাখার প্রায় তিন শতাধিক মালিক ও শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
অসহায় মালিক শ্রমিকরা সরকারি অর্থ সহায়তা পাওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে শহরে মৌন মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেছে।
সুত্রে জানাগেছে, পৃথিবী ব্যাপী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার মাইক লাইট মালিকদের তাদের ব্যাবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ঐ পেশার সাথে জড়িত প্রায় তিন শতাধিক মালিক ও শ্রমিক বিগত ছয় মাস যাবত একেবারে কর্মহীন হয়ে পড়েছে। যার ফলে ঐ সকল পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। অনেকেই অর্থাভাবে চিকিৎসা পর্যন্ত হতে পারছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সমিতির সভাপতি রবিউল ইসলামের নের্তৃত্বে তারা বৃহস্পতিবার সকালে শহরে মৌন মিছিল বের করে। মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আর্থিক সহায়তার আবেদন দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম হাসান, কোষাধ্যক্ষ শংকর পাল, সুশান্ত মল্লিক, আব্দুল আজিজ, শ্যামল দত্ত প্রমুখ।