বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় মানববন্ধন ও আলোচনা সভা মধ্যদিয়ে উপকূল দিবস পালিত হয়েছে। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে পরিবেশ বাদী সংগঠন বনবিবি ও প্রেসক্লাব পাইকগাছা এর যৌথ উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ কার্যালয়ে বনবিনি ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক অনিমেষ ঘোষ, কবি মাধুরী রাণী সাধু, রজি সিদ্দিকী, গোবিন্দ লাল রায়, জামাল হোসেন, অভিজিৎ রায়, ফারজানা আক্তার ময়না প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সম্ভাবনা বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। ৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূলের সংকট-সম্ভাবনার কথা বছরে অন্তত একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানান অনুষ্ঠানের বক্তারা।