

বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » অপসংষ্কৃতির কালো ছায়া
অপসংষ্কৃতির কালো ছায়া
অপসংষ্কৃতির কালো ছায়া
প্রকাশ ঘোষ বিধান
ইনিয়ে বিনিয়ে রুপকথা
উপস্থাপনা সরল
মিষ্টি কথার আড়ালে
ঢেলে দিচ্ছে গরল।
সৌন্দর্যের প্রবাহ দেখে
ক্ষোভ ভরা মন
ঈর্ষাকতর রুপের জৌলুস
আগুনে পোড়ায় বন।
শকুনের বেহায়া চোখ
খামছে ধরে সংষ্কৃতি
শিয়ালের পাঠশলায়
হুকা ডাকে বিকৃতি ।
দলবদ্ধ বিকৃত মানসিকতা
লোভে নেচে মত্ত
হায়নার দাঁতে রক্তের সাধ
দানব নেবে স্বত্ত।
সংষ্কৃতির ধবজা জড়িয়ে
মঞ্চে বসা শিয়াল
খামটা নাচে মাতায় মঞ্চ
কালো হুলো বিড়াল।