বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » অপসংষ্কৃতির কালো ছায়া
অপসংষ্কৃতির কালো ছায়া
অপসংষ্কৃতির কালো ছায়া
প্রকাশ ঘোষ বিধান
কি দারুন তার রুপকথা
ইনিয়ে বিনিয়ে উপস্থাপনায়
মিষ্টি মিষ্টি সরল কথার আড়ালে
মনে ঢেলে দিচ্ছে গরল।
সৃষ্টির সৌন্দর্যের প্রবাহ দেখে
ঈর্ষাকতর মন ভরা ক্ষোভ
ধাঁধালো রুপের জৌলুস ছড়িয়ে
আড়াল করতে চাই প্রকৃতির রুপ।
বেহায়া চোখ লাগানো বাহার
রুপ সাজাতে ডোবে পঙ্কিলে,
খামছে ধরে সৃজনশীল সংষ্কৃতি
শিয়ালের ফাঁদে পড়ে কৃষ্টি।
বিকৃত মানসিকতা বাড়ায় হাত
দলবদ্ধ দানব নেবে স্বত্ত,
হায়নার দাঁতে রক্তের স¦াধ
ভোগের লোভে নেচে নেচে মত্ত।
সংষ্কৃতির ধবজা গায়ে জড়িয়ে
মঞ্চে বসা শিয়াল সভাপতি
খামটা নাচে মঞ্চ মাতায়
দর্শক সারিতে নিরব সুধি।
অপসাংষ্কৃতির উল্লাস দেখে
হাত তালিতে শিয়াল হাঁসে।