বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রযুক্তি » আশাশুনিতে দু’দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
আশাশুনিতে দু’দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনি দু’দিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় সমাপনীতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি অফিসার রাজিবুল হাসান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, অবসরপ্রাপ্ত অধ্যাঃ তৃপ্তি রঞ্জন সাহাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও মেলায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, দরগাহপুর কলেজিয়েট স্কুল, কোদন্ডা হাইস্কুল, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, কুন্দুড়িয়া পিএন হাইস্কুল এবং স্বাস্থ্য ও প.প. অফিস ও প্রানী সম্পদ অফিস একটি করে মোট ১০ স্টলে প্রদর্শনীতে অংশ নেয়। আলোচনা শেষে মেলায় প্রদর্শনীতে অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে শ্রেষ্ট প্রজেক্ট কলেজ হিসেবে প্রথম স্থান গুনাকরকাটি কামিল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিশ্বাস, দ্বিতীয় আশাশুনি সরকারি কলেজের ছাত্রী আনিকা তাবাসসুম তোয়া, এবং তৃতীয় মহিলা কলেজের ছাত্রী অঙ্কিতা সরদার, শ্রেষ্ট প্রজেক্ট স্কুল হিসেবে প্রথম স্থান আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র গালিব ইকবাল, দ্বিতীয় স্থান কুন্দুড়িয়া হাইস্কুলের ছাত্র মুশফিকুর জামিল ও তৃতীয় স্থান অধিকার করে বদরতলা জেসি হাইস্কুলের ছাত্র অমিত মল্লিক, স্টল সজ্জায় প্রথম স্থান অধিকার করে কোদন্ডা হাইস্কুল, দ্বিতীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে আশাশুনি বালিকা বিদ্যালয়। সব শেষে বিজয়ীদের পুরষ্কৃত ও উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করা হয়।