বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা-তালা সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী বাস দূর্ঘটনায় আহত- ২০
পাইকগাছা-তালা সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী বাস দূর্ঘটনায় আহত- ২০
এস ডব্লিঊ নিঊজ:
পাইকগাছা-তালা সীমান্তবর্তী এলাকায় পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছে। ঘটনায় বাসের ভিতরে থাকা প্রায় ৪৫জন যাত্রীর মধ্যে ২০জন যাত্রী গুরুতর আহত হয়েছে হয়েছে বলে জানান প্রতাক্ষদসিরা ঘটনাটি ঘটেছে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে পাইকগাছা সীমান্তবর্তী তালা উপজেলার ঘোষনগর এলাকায়। প্রত্যক্ষদর্শী, পথচারী ও যাত্রীদের ভাষ্যমতে জানাযায়, ঘটনারদিন বুধবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক বেলা ২টার দিকে পাইকগাছা থেকে খুলনার উদ্দ্যেশে ছেড়ে আসা বরিশাল জ- ১১০০০৬, যাত্রীবাহী বাসটি পথিমধ্যে পাইকগাছার সীমান্তবর্তী তালা উপজেলার ঘোষনগর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে অতিক্রম করার সময় খাদে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে খেয়ে পড়ে যায়। এসময় বাসের ভিতরে থাকা কমপক্ষে ৪৫জন যাত্রীর মধ্যে হেল্পারসহ অন্তত ২০জন যাত্রী গুরুতর আহত হয়। এসময় স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহতদের মধ্যে কয়রা উপজেলার তরিকুল ইসলাম (৩০), আমজেদ শেখ (৫২), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও একই উপজেলার রেহানা খাতুন (২৮) এর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি সড়ক দূর্ঘটনা পরবর্তী বাসের চালক সুকৌশলে যাত্রীবেশে পালিয়ে গিয়েছে।