বৃহস্পতিবার ● ৪ মার্চ ২০২১
প্রথম পাতা » রাজনীতি » মোংলা সিটি মেয়র তালুকদার খালেক ; শেখ হাসিনা প্রমান করেছেন নারী নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়া সম্ভব
মোংলা সিটি মেয়র তালুকদার খালেক ; শেখ হাসিনা প্রমান করেছেন নারী নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়া সম্ভব
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন নারী নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়া সম্ভব। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বাস করেন এবং তা বাস্তবায়ন করেছেন। দেশের প্রধানমন্ত্রী এবং স্পীকার একই সাথে নারী পৃথিবীতে আর নেই। প্রধানমন্ত্রী, স্পীকার, সংসদ উপনেতা এবং বিরোধী দলীয় নেতা চার নারী নেতৃত্বের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পালার্মেন্ট চলছে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সাড়ে তিনশো একর জমির উপর মোংলায় ইপিজেড করেছিলো। বিএনপি ক্ষমতায় এসে ইপিজেড বন্ধ করে দিয়েছিলো। এখন ইপিজেডে ৫ হাজার নারী কাজ করে। এটা কেবলমাত্র শেখ হাসিনা এবং আওয়ামীলীগের পক্ষেই সম্ভব। ৪ মার্চ বৃহস্পতিবার সকালে মোংলার আমড়াতলা বাজারে সোনাইলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সোনাইলতলা ইউনিয়ন আ্ওয়ামীলীগের সভাপতি সরদার হুমায়ুন কবীর। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা আ্ওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌর আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নার্জিন, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, উৎপল মন্ডল, তরফদার মোত্তালিব মুক্ত, মোঃ আবু হানিফ, অধ্যাপক শামসু মোহাম্মদ, পৌর কাউন্সিলর এস এম কবির হোসেন, পৌর কাউন্সিলর শরিফ হোসেন, পৌর কাউন্সিলর কাউন্সিলর হাওলাদার শরিফুল ইসলাম, যুবলীগ নেতা হাওলাদার সিরাজুল ইসলাম, সবুজ হাওলাদার প্রমূখ। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আরো বলেন এক সময়ে আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলে যারা সমালোচনা করেছে এখন বাংলাদেশ তাদেও কাছে উন্নয়নের রোল মডেলের উদাহারণ। করোনাকালে অনেক বড় বড় দেশ খাদ্য সরবরাহ করতে পারেনি। সেখানে বাংলাদেশে খাদ্যের অভাবে কেউ মারা গেছে এমনটি শোনা যায়নি। ২০২০ সারের ১৮ মার্চ থেকে প্রতি সপ্তাহে খাদ্য সমাগ্রী সরবরাহ করা হয়েছে। এটি কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব। কর্মর্ী সমাবেশ শেষে খুলনা সিটি কপোর্রেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল মোংলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মনিরুল হায়দার ইকবাল, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুলের মালা গলায় পরিয়ে সংবর্ধিত করেন।