শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » সোলাদানায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের উভয় পক্ষের মামলা : আসামী ১৮৫ অজ্ঞাত ২১০ আটক -৪
সোলাদানায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের উভয় পক্ষের মামলা : আসামী ১৮৫ অজ্ঞাত ২১০ আটক -৪
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার সোলাদানা ইউপি নির্বাচনে পোষ্টার লাগেনোকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান গাজীর কর্মি সমার্থক ও বর্তমান চেয়ারম্যান এবং সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম এনামুল হকেসহ উভয় পক্ষের শতাধিক কর্মি সমার্থকরা মারাত্বক আহত হয়। মারামারির ঘটনায় প্রথমে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাই রবিউল ইসলাম গাজী ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে ২৮ মার্চ মামলা করে। তার দুদিন পর বর্তমান চেয়ারম্যান এস এম এনামুল হক বাদী হয়ে ১২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে ৩০ মার্চ পাইকগাছা থানায় মামলা করেছে।
মামলা সূত্রে যানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নে ২৭ মার্চ সকালে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস এম এনামুল হক এর কর্মি সমার্থকরা অত্র ইউপির দারুল উলুম মাদ্রাসা মোড়ে নির্বাচনী পোষ্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে চেয়ারম্যান এনামুল সহ উভয়পক্ষের শতাধিক ব্যক্তি মারাত্বক আহত হয়। বর্তমান চেয়ারম্যান এনামুল হকের অবস্থা অবনতি হওয়ায় তিনি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আব্দুল মান্নান এর ভাই রবিউল ইসলাম রবি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা করে। যার নাম্বার ৩১। অপরদিকে চেয়ারম্যান এনামুল হক গুরতর অসুস্থ থাকার কারণে ঘটনার ৩ দিন পর থানায় ১২২ জনের নাম উল্লেখ করে মামলা করে, যার নং ৩৩। এ ঘটনায় ঐদিনই পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। উভয় পক্ষের মামলার তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম বলেন, সঠিক ভাবে তদন্ত সম্পন্ন করা হবে। অহেতুক কাউকে মামলায় জড়ানো হবেনা।