বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » আদালতের আদেশ উপেক্ষাঃ পাইকগাছার মালো পাড়ায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় ৩টি পরিবার অবরুদ্ধ
আদালতের আদেশ উপেক্ষাঃ পাইকগাছার মালো পাড়ায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় ৩টি পরিবার অবরুদ্ধ
এস ডব্লিউ নিউজ: পাইকগাছার হিতামপুর মালো পাড়ায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় বিষ্ণু বিশ্বাসসহ ৩টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় বিষ্ণু বিশ্বাস উপজেলা প্রশাসন ও পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে। তাছাড়া প্রতিপক্ষ সুবোল, উজ্জ্বল, মহিতোষ গংদের বিরুদ্ধে দেঃ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ তুলেছে বিষ্ণুপদ বিশ্বাস। তিনি আর বলেন, সুবোল, উজ্জ্বল বিশ্বাসদের যাতয়াতের পথ থাকার পরও আমাদের উঠানের উপর দিয়ে অন্যায় ভাবে জোর পূর্বক পথের দাবী করে একাধিকবার আমাদের বাড়ী ভাংচুর ও মারপিট করে আহত করেছে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসদের বাড়ীর উঠানের উপর দিয়ে জোর পূর্বক অবৈধ ভাবে যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী সুবোল, মহিতোষ ও উজ্জ্বল বিশ্বাস গংরা দীর্ঘদিন বিরোধ করে আসছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় একাধিক জিডি ও আদালতে মামলা চলমান রয়েছে। এনিয়ে বিষ্ণুপদ বিশ্বাস পাইকগাছা সিনিয়র সহকরী জজ আদালতে দেঃ ৭৬/২০২১ মামলা করে। এ মামলায় বিজ্ঞ বিচারক প্রতিপক্ষ মহিতোষদের বিরুদ্ধে অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। এছাড়া নির্বাহী আদালত থেকে ১৪৪ ধারা ১০৯/২০২০ নং মামলায় বাদী বিষ্ণুপদ বিশ্বাস দখল ভিত্তিক স্থিতি অবস্থার আদেশ প্রাপ্ত হন। গত ৭ এপ্রিল বুধবার সকালে বিষ্ণুপদদের যাতায়াতের পথে মাথায় ও শীতলা মন্দিরের পাশে সমুদ্র থেকে ফিরে মাছ ধরার সরঞ্জমসহ কাঠ, লোহার গ্রাফি জিনিসপত্র রেখে পথটি বন্ধ করে দিয়েছে। এ কারণে বিষ্ণু, কৃষ্ণ ও জগদীশদের ৩টি পরিবারের ১৬জন লোক অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিপক্ষ মহিতোষ ও উজ্জ্বল বিশ্বাস জানান, বিষ্ণু বিশ্বাসের বাড়ীর উপর দিয়ে তারা চলাচল করতো। সে পথ বিষ্ণু বিশ্বাসরা বন্ধ করে দিয়েছে। তাদের যাতায়াত বন্ধ করে দেয়ায় মন্দিরের লোকজন তাদেরকে উক্ত পথের মাথায় ঐ সমস্ত জিনিসপত্র রাখতে বলেন। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি অজিত কুমার বিশ্বাস জানান, উক্ত পথের মধ্যে তার নিজস্ব সাড়ে ৩শতক জমি রয়েছে। উজ্জ্বলদের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় মন্দিরের লোকদের আমি পথ বন্ধ করে দিতে বলেছে। তবে অজিত বিশ্বাস তার দাবীকৃত ৩ শতক জমির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। অজিতের বড় ভাই লাল বিশ্বাস জানান, তার ক্রয়কৃত জমি বিষ্ণু, কৃষ্ণদের কাছে বিক্রি করেছে। সেখানে অজিত বিশ্বাসের কোন সত্ত নেই। এ পথটি নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।