রবিবার ● ১১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটনকে হুমকি : থানায় জিডি
পাইকগাছায় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটনকে হুমকি : থানায় জিডি
এস ডব্লিউ নিউজ: সদ্য স্থগিতকৃত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকগাছার গদাইপুর ইউপির সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন লিটন বাড়ি থেকে বের হলে মাথা ফাটিয়ে দেয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় জিডি হয়েছে।জিডি সূত্র জানাগেছে, গদাইপুর ইউপির ঘোড়া প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন লিটন ৯ এপ্রিল বিকেল ৫টায় গোপালপুর পিচের মাথা নামক স্থানে আনিচের চায়ের দোকানে চা পানের উদ্যেশ্যে যায়। এমন সময় মেহেদী হাসান নান্টু সহ আরো দু’জন শেখ জাকির হোসেন লিটন কে দোকান থেকে ডেকে বের করে তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে ও অশ্লীল ভায়ায় গালি দেয়। করাণ জানতে চাইলে নান্টু বলে নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচন করলে বাড়ি থেকে বের হওয়া যাবে না। যদি বের হয় তাহলে তাকে মাথা ফাটিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। জাকির হোসেন লিটন বলেন মেহেদী হাসান নান্টু গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে জিডি নং ৫৩৪/১০/০৪/২১ ইং।
অভিযোগের বিষয়ে মেহেদী হাসান নান্টু বলেন, জাকির হোসেন লিটনের সাথে তেমন কিছু হয়নি বলে ফোন রেখে দেন।