শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছার জনজীবন বিপর্যস্থ পৌষের শীত বৃষ্টিতে
পাইকগাছার জনজীবন বিপর্যস্থ পৌষের শীত বৃষ্টিতে
পাইকগাছার জনজীবন বিপর্যস্থ পৌষের শীত বৃষ্টিতে
নিজস্ব প্রতিনিধি ॥
পৌষের শুরুতে শীত যেমন জেকে বসতে শুরু করেছে তার সাথে শুক্রবারের বৃষ্টিতে পাইকগাছা সহ উপকূল অঞ্চলের জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে ছিটে ফোটা বৃষ্টি পড়লেও শুক্রবার ভোরে গুড়ি গুড়ি ও হালকা বৃষ্টি হওয়ায় এলাকায় প্রবল শীত শুরু হয়েছে। শীত ও বৃষ্টিতে রাস্তা ঘাট, বাজার ও যানবহন চলাচল কমে যায়। শীতের মধ্যে হঠাৎ বৃষ্টি হওয়ায় শ্রমজীবী মানুষরা বেশ ভোগান্তিতে পড়েছে। এলাকার দরিদ্র পরিবারের বৃদ্ধা ও শিশুরা শীত বস্ত্রের অভাবে কষ্টে পড়েছে। মৌসুমী ফসল, খেতের পাঁকা ধান ও কাঁটা ধানের বেশ ক্ষতি হয়েছে। তাছাড়া কপিলমুনি থেকে পাইকগাছা পর্যন্ত বেহাল সড়কে বৃষ্টির পানিতে ছোট ছোট গর্তগুলি ভোরে গেছে। ভাঙ্গা চুড়া ধুলোময় রাস্তা বৃষ্টির পানিতে কর্দমক্ত হয়ে পড়েছে। এতে উপর যানবহন চলাচল করায় পুরা রাস্তায় কাদা ছড়িয়ে পড়ায় পথচারি ও ক্ষুদ্র যান চালকরা ভোগান্তিতে পড়েছে। উপজেলার দরিদ্র ও হতদরিদ্ররা পৌষের শীতের সাথে বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে।