শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শনিবার ● ১ মে ২০২১
প্রথম পাতা » লাইফস্টাইল » ভ্যানের চাকায় সংসার চলে পাইকগাছার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফিল গাজী’র
প্রথম পাতা » লাইফস্টাইল » ভ্যানের চাকায় সংসার চলে পাইকগাছার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফিল গাজী’র
৬২৬ বার পঠিত
শনিবার ● ১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্যানের চাকায় সংসার চলে পাইকগাছার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফিল গাজী’র


 এস ডব্লিউ নিউজ:---  পাইকগাছায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আফিল গাজী ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। ভ্যান গাড়ীর প্যাডেলে ঘোরে তার জীবিকার চাকা। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম।

পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রাম  ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ আফিল উদ্দীন গাজী। তিনি দীর্ঘদিন এই ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি কৃষি কাজের পাশাপাশি খেঁজুর ও তাল গাছ থেকে রস আহরণ করেন। এলাকায় গাছি হিসাবে তিনি সুপরিচিত। ২০২০ সালে খেঁজুর গাছ থেকে পড়ে যেয়ে গুরুত্বর আহত হন। প্রায় ৩ মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফেরে। তবে আগের মত কৃষি ও খেঁজুর বা তাল থেকে রস আহরণ করার মত ক্ষমতা না থাকায় তার সংসার যেন আর চলে না। সংসার চালানোর কোন পথ খুঁজে না পেয়ে ভ্যান চালানো শুরু করে। সে থেকেই এখন পর্যন্ত ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে। আফিল গাজী জানান, তার নিজস্ব একটি ভ্যান হলে সংসার চালাতে একটু সুবিধা হতো। 

আফিল গাজীর পিতা মৃত সামছুর গাজী ২য় বিয়ে করার পর ১ম স্ত্রী আফিলের মাকে তালাক দিয়ে দেন। তাছাড়া পিতার সাড়ে ৪ বিঘা সম্পত্তি ২য় স্ত্রীর নামে লিখে দিলে আফিল স্বর্তহীন হয়ে পড়ে। এরপর পিতার মারা যাওয়ার পর আফিলের সৎ ভাইয়েরা তাদের সম্পত্তি থেকে বিতাড়িত করলে ১৯৮৮ সালে সে শ্বশুর বাড়ী গদাইপুরে বসবাস শুরু করে। স্ত্রীর ৬ শতক জমিতে আফিল পরিবার নিয়ে বসবাস করছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। এক ছেলে বিয়ে দিয়েছে আর এক ছেলে অন্যের বাড়ীতে থেকে কৃষি কাজ করে। বড় মেয়ের বিয়ে হয়েছে, ছোট মেয়ে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। 

এ বিষয়ে মোঃ আফিল উদ্দীন গাজী জানান, তার বয়স আনুঃ ৬৫ বছর। স্বাধীনতার পর থেকে তকিয়া ওয়ার্ডের সদস্য এবং ১৯৮৬ সালে ওয়ার্ডের সভাপতির দায়িত্ব প্রাপ্ত হয়ে অদ্যবধি দায়িত্ব পালন করে চলেছেন। ২০০১ সালে বিএনপি শাসন আমলে ৩ মাস জেল খেটেছেন। তাছাড়া তার ওয়ার্ডটি জামাত বিএনপি অদ্ধাসিত এলাকায় হওয়ায় সে সেখানে আওয়ামীলীগ করায় তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। সে যেতে রাজী না হওয়ায় তাকে দুইবার মারপিট করা হয়েছে। তারপরও তিনি আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকেছেন। ২০২০ সালে খেঁজুর গাছ থেকে পড়ে যাওয়ায় তিনি মারাত্মক ভাবে আহত হন। কোন উপায় না পেয়ে তিনি মটর চালিত ভ্যান চালানো শুরু করেন। ভাড়াই চালানো ভ্যানের জন্য প্রতিদিন একশ টাকা মালিককে দিতে হয়। নিজের কোন ভ্যান না থাকায় ভাড়াই চালানো ভ্যান ভাড়া দিয়ে সংসার চালাতে তার হিমশিম খেতে হচ্ছে। তিনি সরকারি কোন সুযোগ সুবিধা পান না বলে জানিয়েছেন। তবে সাবেক এমপি এ্যাড. সোহরাব আলীর সময় মাননীয় প্রধানমন্ত্রী উপহার একটি পাঁকা ঘর পেয়েছিলেন। এ বিষয়ে আওয়ামীলীগ নেতা ও গদাইপুর পুলিশিং ফোরম এর সভাপতি এস,এম সৈয়দ আলী জানান, দলীয় কোন সুযোগ সুবিধা আসলে আফিলকে দেওয়া হয় এবং তার জন্য একটি পাঁকা ঘরেরও ব্যবস্থা করা হয়েছে। গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুর নির্ম্মল চন্দ্র অধিকারী জানান, আফিল গাজী তকিয়া ৯নং ওয়ার্ডের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। সম্প্রতি খেঁজুর গাছ থেকে পড়ে যাওয়ার পর তিনি ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। তার সু-চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। দলীয় যে কোন অনুদান বা সুযোগ সুবিধা আসলে আফিলকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয় এবং তার বসবাসের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত একটি ঘরের ব্যবস্থাও করে দিয়েছি। দলের দুর্দিনের নিবেদিত এই আওয়ামীলীগ নেতা এ বয়সে এসে যাতে স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারে তার জন্য দলীয় নেতাদের সহানুভুতি কামনা করেছেন আফিল গাজী। 





লাইফস্টাইল এর আরও খবর

কাজের অভাবে পাইকগাছা থেকে হাজার হাজার শ্রমিক ইট ভাটায় রওনা দিচ্ছে কাজের অভাবে পাইকগাছা থেকে হাজার হাজার শ্রমিক ইট ভাটায় রওনা দিচ্ছে
কয়রায় আইসিডি’র সহায়তায় স্বপ্ন পূরণ হতে চলেছে বাঘবিধবা হালিমা খাতুনের কয়রায় আইসিডি’র সহায়তায় স্বপ্ন পূরণ হতে চলেছে বাঘবিধবা হালিমা খাতুনের
৫০ বছর ধরে হুক্কোর সাথে সংগ্রাম সাত্তারের ৫০ বছর ধরে হুক্কোর সাথে সংগ্রাম সাত্তারের
মাগুরায় গড়াই নদীতে জেলেদের জীবনজীবিকা মাগুরায় গড়াই নদীতে জেলেদের জীবনজীবিকা
কোটা আন্দোলনে পাইকগাছার নিহত মাছ ব্যবসায়ী নবীনূরের স্ত্রী আকলিমা দিশেহারা ! কোটা আন্দোলনে পাইকগাছার নিহত মাছ ব্যবসায়ী নবীনূরের স্ত্রী আকলিমা দিশেহারা !
কখনো বিয়ে না করা নারী ২১.৭ পুরুষ ৩৫.৮ শতাংশ কখনো বিয়ে না করা নারী ২১.৭ পুরুষ ৩৫.৮ শতাংশ
বনবিবির উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ বনবিবির উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী
নড়াইলে ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে আলোচনা সভা নড়াইলে ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে আলোচনা সভা
দেশে গড় আয়ু বেড়েছে, পুরুষের চেয়ে নারীর ২ বছর বেশি দেশে গড় আয়ু বেড়েছে, পুরুষের চেয়ে নারীর ২ বছর বেশি

আর্কাইভ