শনিবার ● ১ মে ২০২১
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছা বাজার জোয়ারের পানিতে তলিয়ে গেলেও কর্তৃপক্ষ নিরব;
পাইকগাছা বাজার জোয়ারের পানিতে তলিয়ে গেলেও কর্তৃপক্ষ নিরব;
এস ডব্লিউ নিউজ: শিবসা নদীর প্রবল জোয়ারে তলিয়ে যাচ্ছে পাইকগাছা বাজারে অনেক এলাকা। প্রতিবছর এভাবে প্রবল জোয়ারে ডুবে গেলেও নেই কর্তৃপক্ষের মাথাব্যথা! জোয়ারের পানি ওঠা নামার কারণে চরম বিপাকে বাজারের ব্যবসায়ী মহল। প্রতিদিন দু’বার জোয়ারের পানিতে ডুবছে পাইকগাছা বাজার।ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে দোকানদার সহ ক্রেতা সাধারণ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, পাইকগাছা বাজারের মধ্যে দিয়ে পৌরসভার ড্রেন গিয়ে মিশেছে শিবসা নদীর সাথে। পৌরসভার নোংরা পানি যেয়ে শিবসা নদীতে পড়ে। আবার জোয়ারের সময় উক্ত ড্রেন দিয়ে পৌর অভ্যান্তরে প্রবেশ করে। একদিকে ড্রেনের নোংরা আবর্জনা যুক্ত পানি তারসাথে নদীর লবণ পানি মিশে বাজারের পরিবেশ বিভিন্ন স্থানে মিশে ছড়িয়ে যাচ্ছে।ফলে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের এ পানিতে নামার কারণে চুলকানি সহ বিভিন্ন চর্ম রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে বাজারের স্বর্ণ পট্টি, কাচামাল হাটা, মুরগী বাজবর, খুচরা মাছ বাজার, কাঁকড়া ডিপো মার্কেট,কর্মকার পট্টি, মাংস বাজার, , থানা প্রধান সড়ক, ইলেকট্রনিকস মেরামত পট্টি সহ বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ।
কাঁকড়া ব্যবসায়ীরা বলেন আমরা পৌরসভা কে ট্যাক্স দেই কিন্তু পৌরসভা আমাদের ব্যবসায়ীদের দিকে দেখে না। বাজারে নদীর পানি উঠা বন্ধে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ এমপি আক্তারুজ্জামান বাবু’র সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ী মহল।