বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মিস্টির দোকানে
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মিস্টির দোকানে
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিস্টির দোকানে ঢুকে পড়েছে। দোকানের ভিতরে ঘুমানো মালিকের মা ও ছেলেসহ ১০/১২ জন বাস যাত্রী আহত হয়েছে। তারা পাইকগাছা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দূর্ঘটনায় মিস্টির দোকান ও বাসের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কয়রা থেকে হেনা ক্লাসিক ঢাকা মেট্রো-চ ৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী নিয়ে রিজার্ভ বরিশাল যাচ্ছিল। প্রতিমধ্যে রাত সাড়ে ১২টায় পাইকগাছার নতুন বাজার মোড়ে পৌছিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তন্ময় সুইট নামক মিস্টির দোকানের ভিতরে ঢুকে যায়। এ সময় বাসের ১০/১২ জন যাত্রীসহ দোকানের ভিতরে ঘুমানো মালিকের মা ও ছেলে আহত হয়। বাসের চালকও হেলপার পালিয়ে যায়। তন্ময় সুইট এর মালিক কনেক অধিকারী জানান, তার দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয় বাস মালিক কর্তৃপক্ষ ও দোকান মালিকের মধ্যে একটি সমঝোতা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি দোকান থেকে বের করার প্রক্রিয়া চললে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন।