সোমবার ● ৭ জুন ২০২১
প্রথম পাতা » বিবিধ » সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার
সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার
রামপ্রসাদ সরদার, কয়রা,খুলনাঃ
সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রার খাশিটানা টহল ফাঁড়ির এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে সে কারণে বিপাকে পড়েছে চোরা কারবারীরা। আর কোন প্রকার অনৈতিক সুবিধা ভোগ না করতে পারায় সুবিধাবাদি মহলটি বন বিভাগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে সম্প্রতি খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও তার স্টাফরা অভিযান চালিয়ে অবৈধ ভেশাল জাল, বিষ সহ ৬ টি নৌকা আটক করে। এ ছাড়া গত ১১ মে জোড়শিং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল ও মৎস্য সম্পদের ক্ষতিকর বিষ উদ্ধার সহ ১ টি নৌকা আটক করে। এ সময় নৌকা থেকে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। নৌকাটি ছাড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিবর্গ বন বিভাগের নিকট জোর সুপারিশ করে। ঐ ঘটনায় বন বিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করায় চরম ক্ষিপ্ত হয়ে ওঠে সুপারিশকৃত মহলটি। সেখান থেকে খাশিটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ স্টাফদের বিভিন্ন হুমকি-ধামকি অব্যাহত রয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে মহলটি। খাশিটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, অবৈধজাল সহ নৌকা আটক করা হলেও কোন কিছু পাইনি, লোকালয় থেকে জোরপুর্বক নৌকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অপ্রচার চালাচ্ছে উক্ত মহলটি। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, খাশিটানা এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। কোন প্রকার অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।