রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারীকে কটাক্ষ করায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ও শাস্তির দাবী
পাইকগাছায় শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারীকে কটাক্ষ করায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ও শাস্তির দাবী
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার রাড়–লী গ্রামের হাসান মোড়ল শহীদ বীর মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারীর ভাই আওয়ামীলীগ নেতা অশোক অধিকারী প্রতিবাদ করায় তাকে লাঞ্চিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও কঠোর শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
জানাগেছে উপজেলার রাড়ুলীর বাঁকা গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা শংকর অধিকারী স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের গুলিতে শহীদ হন। তার পরিবার শহীদ মুক্তিযোদ্ধা রাষ্টীয় সম্মানী ভাতাভোগী । রাড়–লী গ্রামের মোহম্মদ আলীর ছেলে হাসান মোড়ল (৩৫) রাড়–লী আর,কে,বি,কে হরিষচন্দ্র কলেজিয়েট ইনুস্টিটিউট এর পিয়ন । সে শনিবার দুপুরে অশোক অধিকারীকে বাঁকা বাজার মোড়ে দেখে তার শহীদ ভাইকে নিয়ে ভুগাল টু মুক্তিযোদ্ধা ৩০ হাজার টাকা ভাতা খায় । ইউপি নির্বাচনের পরে দেখে নেব বলে নানা ভাবে কটাক্ষ করে মটর সাইকেল চালিয়ে চলে যায়। একটু পরে হাসান মোড়ল ফিরে আসলে অশোক তার এ কথার প্রতিবাদ করায় অশোককে চড় মারতে যায়। এ সময় সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা আফছার গোলদার ও আবুল হোসেন পাড় হাসানের কথার প্রতিবাদ জানান। এব্যাপারে হাসান জানায়, তিনি কারো নাম উল্লেখ করে এসব কথা বলেনি। অশোক গায়ে টেনে নিয়ে এ কথা বলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার বলেন, এটা একটা দুঃখ জনক বিষয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নেয়া যায় না। আমি এর তীব্র নিন্দা ও শাস্তি দাবী করি। এ ঘটনায় অশোক অধিকারীর পরিবার চর নিরাপত্তাহীনতায় ভুগছেন, এব্যাপারে আইনের আশ্রয় গ্রহন করা হবে বলে তিনি জানান।