বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » বটিয়াঘাটায় সাংবাদিকের উপর হামলায় থানায় অভিযোগ
বটিয়াঘাটায় সাংবাদিকের উপর হামলায় থানায় অভিযোগ
,বটিয়াঘাটা প্রতিনিধি খুলনা বৃহস্পতিবার বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ সম্পাদক সাংবাদিক শাহিন বিশ্বাসের উপর হামলা চালিয়েছে সাগর নামের এক সন্ত্রাসী। হামলা চালিয়ে তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে এবং তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। এব্যাপারে শাহিন বিশ্বাস বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,বটিয়াঘাটা উপজেলা সদরের কিসমত ফুলতলা গ্রামে আকবরের ভ্যানে বটিয়াঘাটায় যাওয়ার পথে সন্ত্রাসী সাগর তার গাড়ি গতিরোধ করে। পরে সাগর শাহীনকে বাড়ির মধ্যে ডেকে দিয়ে সাগর ও তার স্ত্রী রুপালী হাতুড়ী দিয়ে তার বাম পায়ে এলোপাথাড়ি আঘাত করে। আঘাতের কারণে সাংবাদিক শাহীন অজ্ঞান হয়ে পড়ে। আহত অবস্থায় তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলা কারি শাহীনকে হত্যার উদ্দেশ্যে তার কন্ঠনালী চেপে ধরে। আকবর ও প্রতিবেশি জলিল হাওলাদার সহ আরও অনেকে ছুটে এসে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় এসে এজাহার দায়ের করেন। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি রতন সাহা, হিরামন মন্ডল সাগর, সাধারণ সম্পদক মহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সহ- সম্পাদক সোরহাব হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ শাওন, ক্রিড়া সম্পাদক সৌরভ বাছাড়, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, রুবেল গোলদার সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।