শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারী আটক
সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারী আটক
এস ডব্লিউ নিউজ: সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ০৮ জুলাই রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে এদের আটক করে বন রক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে ১৫০ ফুট ফাঁদ, শিকারিদের ব্যবহুত ট্রলার, দা ও ছুড়ি জব্দ করা হয়। শুক্রবার ০৯ জুলাই দুপুরে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের ছেলে শাহাদাত শিকদার (৩০), একই এলাকার মালেক খানের ছেলে কাইয়ুম খান (২২) এবং একই উপজেলার দক্ষিন চরদোয়ানির গ্রামের ছত্তার খানের ছেলে জাকারিয়া খান (২৩)।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।