সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » সাহিত্য » কেতাদুরন্ত ভাব
কেতাদুরন্ত ভাব
প্রকাশ ঘোষ বিধান=
ভাবি লিখবো তোমার মত ফাটাফাটি
পারি না লিখতে করি শুধু কাটাকাটি।
বুদ্বিটা খোলে না কপাট বন্ধ জ্যাম
মাথাটা গরম হয়ে আসে শুধু ঘাম।
একটা কিছু না লিখলে থাকবেনা মান
চিন্তা ছুটে চলে নদীতে ডাকে বান।
বের হয়না শব্দকণা পাত্রে ছাকাছাকি
তার লেখা হয় কত যে পাকাপাকি।
মিথ্যার আড়ালে নিজে করি লুকচুরি
তার সফলতায় সকলের মুখে ফুলঝুরি।
নকল সোনায় গড়তে গিয়ে হলো সব মিছে
কেতাদুরন্ত ভেবে নিজে আজ সবার পিছে।