সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » যশোরের কেশবপুরে ৩৩৩-এ কল করে ৮৫০ অসহায় পরিবার পেল খাদ্য সহায়তা
যশোরের কেশবপুরে ৩৩৩-এ কল করে ৮৫০ অসহায় পরিবার পেল খাদ্য সহায়তা
এম. আব্দুল করিম,কেশবপুর থেকে:
যশোরের কেশবপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া ৮৫০ গরীব ও অসহায় পরিবার ৩৩৩- নাম্বারে কল করে পেল সরকারি খাদ্য সহায়তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই খাদ্য সহায়তা তাঁদেরকে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে উপকারভোগীরা খাদ্যসামগ্রী নিয়ে যান। আবার অনেকেরই বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, খাদ্য সহায়তার জন্য ৩৩৩-এ কল করা এ পর্যন্ত ৮৫০ জন ব্যক্তিকে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও পেঁয়াজ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, এ উপজেলায় কেউ খাদ্য সংকটে পড়ে ৩৩৩-এ কল করলে তাৎক্ষণিক তাঁর বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করে ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।