মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পল্লী চিকিৎসকদের বিশেষ নির্দেশনা
কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পল্লী চিকিৎসকদের বিশেষ নির্দেশনা
এম. আব্দুল করিম,কেশবপুর থেকে:
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিকালে পল্লী চিকিৎসকদেরকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লী চিকিৎসকদের নিয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা পল্লী চিকিৎসকদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন। সাতবাড়িয়া ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক জি এম হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।
সভায় পল্লী চিকিৎসকদের কাছে আসা জ্বর-সর্দি-কাশির রোগীকে যত দ্রুত সম্ভব উপজেলা হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য রোগী দেখা এবং জ্বর-সর্দি-কাশির রোগীকে প্রাথমিক পর্যায়ে তারা যে ধরনের পরামর্শ প্রদান করবেন সে বিষয়ে নির্দেশ প্রদান করা হয়। সর্বোপরি কোনভাবেই যাতে তারা এ সকল রোগীকে কোভিড-১৯ এর টেস্ট করার পরামর্শ ছাড়া নিজেদের কাছে চিকিৎসা সেবা দেয়ার নামে কালক্ষেপণ না করেন সেজন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।