সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন পিস অর্গানাইজেশন’র ঈদ সামগ্রী বিতরণ
মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন পিস অর্গানাইজেশন’র ঈদ সামগ্রী বিতরণ
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন পিস অর্গানাইজেশন’র উৎদ্যোগে প্রায় শতাধিক অসহায় মানুষের বাড়িতে যেয়ে ঈদ সামগ্রী বা বাজার পৌঁছে দেয়া হয়েছে। রবিবার ১৮ জুলাই সকাল আটটা থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
রবিবার সকালে মোংলা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে ও মোংলার ছয়টি ইউনিয়ন পর্যায়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে এই ঈদ সামগ্রী বা বাজার পৌঁছে দেয় পিস অর্গানাইজেশন’র এর সকল সদস্যরা। কিছু মাস ধরে কাজ করে আসছে মোংলার কিছু তরুণ স্বেচ্ছাসেবক তাদের মাধ্যমে অনেক অসুস্থ মানুষের রক্তের জোগান দিয়েছে এই সংগঠনের সদস্যরা,এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ মোংলার মানুষের ভালো লেগেছে বলে জানা গেছে।
পিস অর্গানাইজেশন এর সদস্যরা ভবিষ্যতে অসহায় ও নির্যাতনের শিকার মানুষের পাশে থেকে কাজ করবে এমটা নিশ্চিত করেছে সংগঠনটির সভাপতি রিয়াদুল ইসলাম সাকি।
মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর এস,এম,কবির হোসেন বলেন, বর্তমান করোনাকালীন প্রাদুর্ভাবে যুবকরা যেভাবে এগিয়ে এসেছে সমাজের বিত্যবানরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আশা করি অনেক অসহায় পরিবার উপকৃত হবে।এভাবে সামনের দিকে এগিয়ে যাক এটাই প্রত্যাশা।