রবিবার ● ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মোংলায় ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান
মোংলায় ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
করোনা ভাইরাস মোকাবেলায় ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জুলাই রবিবার সকালে মোংলার কলেজ মোড়ে অবস্থিত শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার প্রদান করা হয়।
রবিবার সকাল সাড়ে ১১টায় অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের পরিচালক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, বাপা নেতা শেখ রাসেল, ছাত্রলীগ নেতা পারভেজ খান, মোঃ আব্দুল্লাহ আল-আমীন সানি প্রমূখ।
সিলিন্ডার প্রদান শেষে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এবং উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার শেখ রাসেল অক্সিজেন ব্যাংক পরিচালিত করোনার টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং এর আগে লন্ডন প্রবাসী অঞ্জু রায় হার্স্ট এর পক্ষ দুটি অক্সিজেন সিলিন্ডার এবং পল্লী চিকিৎসকদের মোট ৮টি পাল্স অক্সিমিটার প্রদান করা হয়।