মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » কয়রায় বিষ প্রয়োগে ধরা মাছসহ আটক ৩
কয়রায় বিষ প্রয়োগে ধরা মাছসহ আটক ৩
রামপ্রসাদ সরদার, কয়রা =
খুলনার কয়রায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে মোঃ খালিদ হোসেন গাজী (২৯) জোড়শিং, মোঃ পলাশ ঢালী (২৫) জোড়শিং ও মোঃ মোহসিন গাজী (২৩) আংটিহারা নামে তিন দুষ্কৃতিকারীকে ১৫০ কেজি চিংড়ি মাছসহ আটক করেছে পুলিশ।
কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ২৬ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ টিপু সুলতানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সদর ইউনিয়নের ঝিলিয়াঘাটা বাজারের জিয়াদের মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দুষ্কৃতিকারীরা জোড়শিং থেকে কয়রার মাছ কাটায় নিয়ে আসার পথে সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে ধরা ১৫০ কেজি চিংড়ি মাছসহ তাদের আটক করা হয়।
আসামীদের কয়রা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে প্রধান আসামী মোঃ খালিদ হোসেন গাজীকে ১৫ দিনের জেল এবং মোঃ পলাশ ঢালী ও ড্রাইভার মোঃ মোহসিন গাজীকে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন বিজ্ঞ আদালত।