মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে চুরি যাওয়া মূর্তি উদ্ধারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দোষি সাব্যস্ত করা হবে ; এএসপি জামিল আহমেদ।
আশাশুনিতে চুরি যাওয়া মূর্তি উদ্ধারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দোষি সাব্যস্ত করা হবে ; এএসপি জামিল আহমেদ।
আহসান হাবিব, আশাশুনি ; আশাশুনির কাপসন্ডায় সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহম্মেদ। রোববার বেলা ১১ টায় এএসপি জামিল আহম্মেদ উপস্থিত হয়ে মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জীসহ উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এ সময় তিনি গত ৮ জুলাই মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দু’টি মূর্তি চুরি হওয়ার বিষয়ে শোনেন ও মন্দিরের চারপাশে বসবাসকারীদের খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মন্দির থেকে মূর্তি চুরি হওয়ার ঘটনায় আমরা খুবই অনুতপ্ত। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত চোরদের চিহ্নিত ও মূর্তি উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, আমাদের দক্ষ অফিসাররা মাঠে কাজ করছে, দ্রুতই মোটিভ উন্মোচন হবে। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি থানার এসআই জাহাঙ্গীর হোসেন, মামুন হোসেনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। মুর্তি চুরি হওয়ার পর ইতোপূর্বে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান ও এসআই জুয়েল রানা, এসআই জাহাঙ্গীর হোসেন পৃথক পৃথক ভাবে ঘটনাস্থান পরিদর্শন করেন।