সোমবার ● ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিবিধ » কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীনদের সহায়তা প্রদান অব্যাহত
কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীনদের সহায়তা প্রদান অব্যাহত
এম. আব্দুল করিম,কেশবপুর থেকে:
যশোরের কেশবপুরে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত দু’দিনে উপজেলা পরিষদ চত্বরে ১১৪ ব্যক্তিকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এর মধ্যে রবিবার বিকালে উপজেলার ৪৪ জন হোটেল শ্রমিককে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করা ৫৬ জন ও অসহায় ১৪ জনসহ ৭০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, আটা, তেল ও লবণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, লকডাউনে কর্মহীন হয়ে কোন ব্যক্তি খাদ্য সংকটে পড়লে জানামাত্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।