শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পর্নোগ্রাফি মামলায় বাপ্পী গ্রেফতার
পাইকগাছায় পর্নোগ্রাফি মামলায় বাপ্পী গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলায় তালাকপ্রাপ্ত স্বামী কর্তৃক সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্লীল ছবি পোস্ট করে তা ভাইরাল করার অপরাধে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু সাঈদ ওরফে বাপ্পীকে (২৩) গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ অক্টোবর উপজেলার গদাইপুর ইউনিয়নের সোহরাব শেখ এর কন্যার সাথে নোয়াকাটি গ্রামের মুজিবর শেখ এর ছেলে আবু সাঈদ বাপ্পীর পারিবারিক ভাবে বিয়ে হয়।
মাদকাসক্তি, চারিত্রিক ত্রুটিসহ একাধিক কারণে আবু সাঈদ বাপ্পীকে বিয়ের প্রায় ৯ মাস পর ২০২১ সালের ৩ জুলাই তার স্ত্রী তালাক দেন। তালাকনামা হাতে পাওয়ার পর আবু সাঈদ বাপ্পী সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্লীল ভাবে তার ছবি এডিট করে ভাইরাল করে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে সোহরাব শেখ পাইকগাছা থানায় পর্নোগ্রাফি আইনে বাপ্পীকে আসামি করে মামলা দায়ের করেন।
থানার ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, অভিযোগটি পাওয়ার পর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আসামি বাপ্পীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব কিছু স্বীকার করেছে। থানার মামলা নম্বর ১৩।