বুধবার ● ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ: পাইকগাছার বিশিষ্ট সমাজ সেবক,ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা আলহাজ্ব ফসিয়ার রহমান এর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফসিয়ার রহমান কলেজ হলরুমে অধ্যাক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু । প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, জেলা আ‘লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সুরাইয়া বানু ডলি, আলহাজ্ব ফাতেমা রহমান, শেখ রুহুল কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন আ‘লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি । দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মীর আকবর আলী।
আলহাজ্ব ফসিয়ার রহমান ১৯৫৭ সালের ৭ জুলাই উপজেলার চেঁচুয়া গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব রইজউদ্দীন মিস্ত্রী, মাতা আলহাজ্ব ফজিলাতুন্নেছা। তিনি( সিআইপি) ও সমাজসেবক ছিলেন। তিনি পাইকগাছা পৌর সদরে ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব রইজউদ্দিন আদর্শ নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যান সমিতি, ফাতেমা রহমান হাই স্কুল, রিয়াজুল বাকী কবরখানা, ফসিয়ার রহমান ফাউন্ডেশন সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা । তিনি সফল চিংড়ি চাষী, হিমায়িত চিংড়ি রফতানিকারক ও সফল সমবায়ী হিসেবে একাধিকবার স্বর্ণপদক লাভ করেন। তিনি ২০১৬ সালের ১১ আগষ্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে মৃত্যু বরণ করেন।