বুধবার ● ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে ৩৩৩ নাম্বার এ কল করে ১৬৮ অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী
কেশবপুরে ৩৩৩ নাম্বার এ কল করে ১৬৮ অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী
এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
বৈশ্বিক মহামারির দ্বিতীয় ঢেউ শামাল দিতে সরকার ঘোষিত দ্বিতীয় পর্যায়ের কঠোর লগডাউনে কর্মহীন হয়ে পড়া যশোরের কেশবপুরের ১৬৮ পরিবার জাতীয় কল সেন্টার ৩৩৩ নাম্বার-এ ফোন দিয়ে পেল খাদ্য সহায়তা।
গত দুইদিনে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন অসহায় ১৬৮ ব্যক্তিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলো ঐ খাদ্যসামগ্রী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও লবণ। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, এ উপজেলায় কেউ খাদ্য কষ্টে থাকবেনা, কারণ যখনি কোন মানুষ খাদ্য কষ্টে থাকবে তখনি জাতীয় কল সেন্টার ৩৩৩ নাম্বার-এ ফোন দিলে পেয়ে যাবে খাদ্য সহায়তা। এটা চলমান প্রক্রিয়া।