রবিবার ● ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির হরিসখালীতে জলবায়ূ উদ্বাস্তুদর ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবীতে মানববন্ধন
আশাশুনির হরিসখালীতে জলবায়ূ উদ্বাস্তুদর ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবীতে মানববন্ধন
আশাশুনি : আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের উপরে আশ্রয় নেওয়া জলবায়ু উদ্বাস্তু পরিবারের ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিষখালি ভাঙ্গনের পশ্চিম পাশের্^ আশ্রয় নেয়া জলবায়ু উদ্বাস্তু পরিবারগুলো বেড়িবাধের উপর দাড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। জলবায়ু উদ্বাস্তু রিয়াছাত আলীর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জলবায়ু উদ্বাস্তু রহিম বক্স হাওলাদার, বিল্লাল শেখ, শামিম রেজা, নুন নাহার, জাহানারা, ছকিনা খাতুন, রিমা সুলতানা, শাহানারা খাতুন প্রমুখ। মানববন্ধনে বক্তারা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের নিরাপদ বাসস্থান দিতে হবে। বিদেশী উদ্বাস্তুরা বাসস্থান পায়, আর আমরা প্লাবনের শিকার হয়ে ঘরবাড়িসহ সবকিছু হারিয়েছি, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের অধিকার থেকে কেন দীর্ঘদিন বঞ্চিত থাকতে হবে। করুনা নয়, এটা আমাদের অধিকার। উদ্বাস্তুদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা কোন আগন্তুক নই, আমরা উপকূলের সন্তান, দ্রুত টেকসই বেড়ি বাঁধের ব্যবস্থা বাস্তবায়ন চাই। ‘হে রাস্ট্র, উপকূলের দিকে দৃষ্টি ফেরাও’ এ ধরনের বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানবন্ধনে মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে জলবায়ূ উদ্বাস্তু ১১টি পরিবারের অর্ধশতাধিক সদস্যসহ হরিষখালী ও প্রতাপনগরের সাধারণ বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে উপকূলীয় নাগরিক সংগঠন “বাঁচাও উপকূল” সংহতি প্রকাশ করে।