বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিক চাচা ও তার পুত্রের বিরুদ্ধে ভাইপোর সংবাদ সম্মেলন
পাইকগাছায় সাংবাদিক চাচা ও তার পুত্রের বিরুদ্ধে ভাইপোর সংবাদ সম্মেলন
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় সাংবাদিক চাচা ও তার পুত্রের বিরুদ্ধে ভাইপো সংবাদ সম্মেলন করেছে। উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আফান উল্লাহর পুত্র শেখ আঃ কুদ্দুস তার লিখিত বক্তব্যে বলেন, সাংবাদিক চাচা দীন মাহমুদ ও তার পুত্র নাদীর শাহ্ সাংবাদিকতার আড়ালে খমতা দেখিয়ে আমার টাকা ও পৈতৃক জমি দখল করে। তাই আমি ঐ জমি ছেড়ে দিতে বলায় আমার বিরুদ্ধে মিথ্যা মানহানি খবর সহ নানাবিধ ষড়যন্ত্র শুরু করেন সাংবাদিক চাচা । তাই চাচা ও চাচার ছেলের কবল থেকে রক্ষা সহ জবর দখলকৃত জমি ও টাকা উদ্ধারের জন্য প্রেসক্লাবে হাজির হয়ে এ সংবাদ সম্মেলন করি। পাইকগাছা উপজেলার কাশিমনগর মৌজায় বিআরএস ১৩৩খতিয়ানে লিখিত ১৯৯ দাগের ৩৪ শতক জমি যার মধ্যে আমার পিতা আফান উল্লাহর ০.০৮৮ অংশিও জমি ও দীন মাহমুদ এর পিতা সবুর শেখ এর ০.০৬৩ অংশ জমি রয়েছে। তারা সাংবাদিকতার দাপট দেখিয়ে জোর পূর্বক আমার পিতার নামের জমি দখল করে রেখেছে।তা ছাড়া দীন মাহমুদ ও তার মাতা ছালেহা বেগম তাদের খরিদা ও ওয়ারেশী কাশিমনগর মৌজার বিআরএস ১৩৩ খতিয়ান ১১৯৯ দাগে তার পুত্রের সমুদয় জমি আমার মেঝ ভাই শেখ গোলাম মোস্তফার কাছে বিক্রয়ের কথা বলে চুক্তি ও অঙ্গিকার নামায় স্বাক্ষর করে গত ইং ০৬/০১/১৩ তারিখে অগ্রিম পৈত্রিশ হাজার টাকা নিয়ে জমি লিখে দিচ্ছে না। তাই উক্ত বিষয় আমি আমার পরিবার থেকে চাপ প্রয়োগ করলে আমাদের সাথে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করে নানা রকম অসৎ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন পত্র - পত্রিকায় আমার বিরুদ্ধে মান হানিকর কথা বার্তা লিখে পত্রিকায় ও ফেসবুকে প্রচার করেছে। তিনি ১৪/০৮/২১ তারিখে তালা উপজেলার সাংবাদিক টিপু সুলতানকে দিয়ে দৈনিক যশোর ও গ্রামের কন্ঠ পত্রিকায় আমার বিরুদ্ধে দুই সাংবাদিককে জবাই করে হত্যার চেষ্টা ও হুমকি শিরোনামে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে অপরাধী বানিয়েছে।আগে ডাকাতি, মাডারকেস, ভুয়া জাল সনদে একটি কলেজে পিওনের চাকরি করি মর্মে ব্যাক্তি হিসাবে জাহির করি মর্মে সংবাদ প্রকাশ ও প্রচার করেন,যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানি কর । দীন মাহমুদ ও তার পুত্র নাদীর শাহ্ আমার ও আমার তিন ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মিথ্যা মামলায় ঢুকিয়ে জেল হাজত খাটাবে বলিয়া হুমকিও দেয়। তাই তারা নিজেদের অপকর্ম ঢাকার জন্য মিথ্যাচার করেছেন। আমি সহজ সরল মানুষ সাধারণ জীবন যাপন করি। বহুভাবে আমাকে ও গ্রামের আরো কয়েক জনকে জড়িয়ে তালা থানায় একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। সে মামলায় তদন্তে মিথ্যা প্রমাণ হয়,সে মর্মে তালা থানা থেকে আমাদের ফাইনাল রিপোর্ট দেয়। আমি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে লেখা পড়া করেছি সেখান থেকে অষ্টম শ্রেণীর সনদ নিয়ে হরিঢালি-কপিলমুনি মহিলা কলেজে সুনামের সাথে ১১/১২বছর পিওনের চাকরি করছি। আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য দীন মাহমুদ ও তার পুত্র ষরজন্ত্র করে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ও ফেসবুকে মিথ্যা সংবাদ প্রকাশ করায়।ওই সংবাদের প্রতিবাদ জানাই এবং প্রতারক,বিশ্বাস ভঙ্গকারি, জমি খেকো সাংবাদিক দীন মাহমুদ ও তার পুত্র নাদীর শাহের অসৎ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।