মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যহত
পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যহত
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় দ্বিতীয়দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
চলমান উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে আদালত চত্তর এলাকা,হাসপাতাল মোড়, মৎস্য আড়ৎ, বাজার স্বর্ণ পট্টিসহ বিভিন্ন এলাকাঅভিযান চালান। এ সময় কোর্ট চত্তর রাস্তার উপর টিনের অবৈধ স্থপনা ও বহুতল বিশিষ্ট ভবনের সিড়ি রাস্তার উপর থাকায় সেটি অপসরণ করে।মৎস্য আড়ৎ এর আশ-পাশ এলাকা, বাজার স্বর্ণ পট্টির অবৈধ স্থপনা অপসরণ করেন।
মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জুর নেতৃত্বে পৌরসভার শ্রমিকদের নিয়ে অভিযান চালায়।এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র (২)কবিতা রানী দাশ, কাউনন্সিলর এস এম এমদাদুল হক, রবি শংকর মন্ডল,ইমরান সরদার,থানা-পুলিশ,আনসার ভিডিপি সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন,পৌরসভা সহ বিভিন্ন এলাকায় সরকারী জায়গা দখল হওয়া খাসজমি ভূমিদস্যদের হাত থেকে উদ্ধার করা হবে।