বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সেনা সার্জেন্টেসহ ৪ সদস্যকে অজ্ঞান করে বাড়িতে চুরি
পাইকগাছায় সেনা সার্জেন্টেসহ ৪ সদস্যকে অজ্ঞান করে বাড়িতে চুরি
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভায় সেনা সার্জেন্টে স্ত্রী ও কন্যাদের অজ্ঞান করে আলমারি ভেংগে সোনার গহনা ও নগদ টা চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মুখোশ ধারী কয়েকজন ব্যক্তি পৌরসভার সরল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সেনা সার্জেন্টের বাড়ীতে যায়। বাড়ীর লোকের ঘুমিয়ে ছিলেন।এ সময় মুখোশধারীরা সেনা সার্জেন্টেসহ স্ত্রী ও সন্তানদের চেতনা নাশক ক্যমিক্যাল স্প্রে করে অজ্ঞান করে বাড়িতে চুরি করেছে বলে প্রতিবেশিরা ধারণা করছে।। সকালে সার্জেন্টে শাহিন(৪৩) জ্ঞান ফিরে দেখেন তার স্ত্রী সালমা খাতুন(৩৮) মেয়ে তামান্না খাতুন (১৫), ও তানিয়া খাতুন(১২) অচেতন অবস্থায় আছে। এ সময় ঘরের দরজা জানালা ও আলমারি ভাংগা। খোঁজ নিয়ে দেখে নগদ টাকা ও সোনারগহনা চুরি হয়ে গেছে। বিষয়টি কর্মস্থল যশোর সেনানিবাসের কতৃপক্ষকে জানালে তারা আহদের যশোর সেনানিবাস হাসপাতালে ভর্তি করে।তারা চিকিৎসাধীন থাকায় ও থানায় রিপোর্ট লেখা পর্যন্ত কি কি এবং কত টাকা চুরি হয়েছে তা জানা জানা যায়নি। এ ব্যাপারে ওসি তদন্ত স্বপন রায় জানান,পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।