শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলা » কেশবপুরে হাজি লস্কর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কেশবপুরে হাজি লস্কর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম আব্দুল করিম, কেশবপুর থেকে:
মাদক ছেড়ে মাঠে আসি, খেলার মাঝে বেচে থাকি। সমাজের সকল খারাপ কাজকে না বলার দিক্ষায় শিক্ষা দেয় খেলাধুলা। তাই যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসার জন্য আয়োজন করা হয় যশোরের কেশবপুরে হাজি লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। আর হাজি লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে শহরের সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় খন্দকার জাকির হোসেন ফুটবল একাদশ ও এসএস গাদ্দার ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এ খেলায় খন্দকার জাকির হোসেন ফুটবল একাদশ এসএস গাদ্দার ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যা¤পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন, আতিয়ার রহমান, নূরুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক ও শওকত হোসেন। কেশবপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়লের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যা¤পিয়ন ও রানার্স আপ দলের ভেতর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য দুলাল সাহা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।