শুক্রবার ● ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে মাটির নিচে চার বন্দুক উদ্ধার
সুন্দরবনে মাটির নিচে চার বন্দুক উদ্ধার
এস ডব্লিউ; পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকায় মাটির নিচ থেকে চারটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ নভেম্বর বিকেলে বন্দুক চারটি উদ্ধার করে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের ৪৬ নম্বর কম্পার্টমেন্ট কাঠেশ্বর এলাকায় মাটির নিচে লাল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় চারটি বন্দুক পড়ে ছিল। রাসপূজা ও পুণ্যস্নান উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জের ওই এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় পলিথিনে মোড়ানো কিছু দেখে সন্দেহ হয়। পরে বন বিভাগের সদস্যরা মাটি খুঁড়ে সেখান থেকে চারটি অস্ত্র উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন কাঠেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখারুজ্জামান।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো দীর্ঘদিন পড়ে ছিল। নদীর জোয়ার-ভাটায় পলিথিনের একাংশ বেরিয়ে আসে। বনকর্মীদের চোখে পড়লে মাটি খুঁড়ে অস্ত্রের সন্ধান পায়। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, উদ্ধার করা অস্ত্রগুলো সাতক্ষীরার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করে জমা দেওয়া হয়েছে। সুন্দরবন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।