বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » ৯ ডিসেম্বর কপিলমুনি হানাদার মুক্ত দিবস
৯ ডিসেম্বর কপিলমুনি হানাদার মুক্ত দিবস
এস ডব্লিউ; আজ ৯ ডিসেম্বর খুলনা পাইকগাছার কপিলমুনি হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, কপিলমুনিতে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও বদ্ধভুমিতে শহীদদের প্রতি পুস্পার্ঘ অর্পন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন।
জানাগেছে, ৭১’র মুক্তিযুদ্ধচলাকালে নৌ-কমান্ডারের লেঃ ( অব) রমতুল্লাহ দাদু’ মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু,আঃ ছালাম মোড়ল,স’ম, বাবর আলী,আবুল কালাম আজাদ ও ইউনুছ আলী ইনুর সমন্বয়ে তিন বাহিনী নৌবাহিনী মৃক্তিবাহিনী ও মৃজিববাহিনী কপিলমুনিতে ৭ ডিসেম্বর মধ্যরাত থেকে যুদ্ধ শুরু করেন। টানা ৫৮ ঘন্টার যুদ্ধের একপর্যায়ে ৯ ডিসেম্বর সকালে বিনোদ সাধুর বাড়ীতে স্থাপিত রাজাকার ঘাটির পতন ঘটে। উপজেলা মুক্তিযোদ্ধা স্ংসদের সা্বেক কমান্ডার ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও কপিলমুনির যুদ্ধে আহত সাবেক কমান্ডার গাজী রহুল আমিন জানান, এ যুদ্ধে দু’জন মুক্তিযোদ্ধা গাজী আনছার আলী ও আনোয়ার হোসেন আনু শহীদ হন ও তোরাব আলী খোকা সহ দু’জন মুক্তিযোদ্ধা আহত হয়। যুদ্ধ শেষে কপিলমুনি হাইস্কুল মাঠে মুক্তিকামী জনতার দাবীর প্রেক্ষিতে গণআদালতে রায়ে প্রকাশ্যে ১৫৫ রাজাকারের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।