শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি দখলে ব্যার্থ হয়ে দোকান ঘর ভাঙ্গার অভিযোগ
পাইকগাছায় জমি দখলে ব্যার্থ হয়ে দোকান ঘর ভাঙ্গার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি=
পাইকগাছায় দোকান ঘরের পিচনের জমি দখলে ব্যার্থ হয়ে দোকান ঘর ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা। ঘটনাটি শুক্রবার বিকালে চাঁদখালী বাজারে। এ ঘটনায় থানায় শনিবার অভিযোগ হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালীতে পানিউন্নয়ন বোর্ডের জায়গায় চাঁদখালীর বিষ্ণুপুরের মোঃ জয়নুদ্দীন মোল্যার ছেলে বিল্লাল হোসে ও একই এলাকার সাবুদ আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ দেখা দেয়। বিল্লাল বলছে আমি সাবুদ আলীর ভাই বিল্লালের আংশ কিনে ১৩ বছর ধরে খাবার হোটেল করে ভোগ দখলে রয়েছি। হঠাত করে সাবুদ আলী ও তার ছেলে আমার দোকান ঘরের পিছনদিক দখল করতে যায়। এ সময় আমরা বাঁধা দিলে দখল করতে ব্যর্থ হয়ে সাবুদ আলীর ও তার ছেলে জাকির সহ ৫/৭ জন আমার দোকানের পাঁকা দেয়াল হাঁতুড়ি ও কুড়াল দিয়ে ভেঙ্গে ফেলে। এতে আমার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয় সাবুদ আলী জানান তারা আমার ভাইয়ের নিকট থেকে দোকান কিনেছে। দোকানের পিছনের জমি আমাদের। আমরা তাদে দোকান ঘর ভাঙ্গেনি। কে ভেঙ্গেছে আমি জানি না। পার্শবর্তি রায়হান জানান, দোকান ঘরের পিছনের জায়গা দখল করতে না পেরে তারা কয়েকজন এ ঘর ভেঙ্গেছে। চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম সবাই বলেছে সাবুদ আলী ও তার ছেলে মিলে এ ঘরের দেয়াল ভেঙ্গছে। পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক এস আই সুজিৎ ঘোষ জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।