শনিবার ● ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে জরুরি সেবায় দেশে ২০০ স্থানে আগুনের সংবাদ
ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে জরুরি সেবায় দেশে ২০০ স্থানে আগুনের সংবাদ
এস ডব্লিউ; ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ এসেছে জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কাছে।
প্রায় অর্ধশতাধিক স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়েছে। ঢাকায় ৬ টি স্থানে ফায়ার সার্ভিস কাজ করছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বর্তমানে ঢাকার ৬ টি স্থানে আগুনের সংবাদ এসেছে। এগুলো হচ্ছে মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, তেজগাঁও, ডেমরা ও সূত্রাপুর। এছাড়াও উত্তরা, ধানমন্ডি, রায়েরবাগে আগুনের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ঢাকা শহরে ফায়ার সার্ভিসের মোট ৭টি স্টেশন থেকে কাজ হচ্ছে। অধিকাংশ আগুন বাসার ছাদে, উত্তরায় গাড়িতে, গ্যাসের লাইনে, ময়লায় লাগে। সূত্রাপুরের ছাদের আগুনটিতে দু’টি ইউনিট কাজ করছে।