মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » বিশ্ব » কক্ষপথে তিনটি স্যাটেলাইট পাঠালো ভারত
কক্ষপথে তিনটি স্যাটেলাইট পাঠালো ভারত
পৃথিবীর কক্ষপথে নতুন তিনটি স্যাটেলাইট পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।১৪ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহগুলোর সফল উৎক্ষেপণ করা হয়।
ইসরো জানায়, সৌরমণ্ডলের কক্ষপথে সফলভাবে স্যাটেলাইটগুলো প্রতিস্থাপিত হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত স্থানে অবস্থানের পাশাপাশি কৃত্রিম উপগ্রহগুলো কাঙ্ক্ষিত তথ্য দেওয়া শুরু করবে। ইওএস-ফোর স্যাটেলাইট মূলত পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট। যেটি দিয়ে কৃষি, বনাঞ্চল, মাটি, বন্যা পরিস্থিতির ছবি পাঠানোর কাজ করবে। বাকি দুই কৃত্রিম উপগ্রহ আয়নোমন্ডলের গতিশীলতা ও সৌরমণ্ডলের তাপমাত্রা পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার হবে।এদিন সকাল ৬টার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ইওএস-ফোর স্যাটেলাইটবাহী রকেট। এই স্যাটেলাইটটির পাশাপাশি ইন্সপায়ার স্যাট-ওয়ান ও ইন্সস্যাট-টু টিডি নামে আরো দুটি স্যাটেলাইট পাঠায় দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।খবর : এনডিটিভি।