শুক্রবার ● ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষন কমিটিতে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধীদের নাম থাকায় ক্ষোভ বাড়ছে
পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষন কমিটিতে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধীদের নাম থাকায় ক্ষোভ বাড়ছে
পাইকগাছা প্রতিনিধিঃ আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু আদর্শ বিরোধীদের নিয়ে পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষণ কমিটি গঠন করা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও আওয়ামীলীগের মধ্যে ক্ষোভ চলে আসছে। যাচাই বাচাই করে কমিটি পুনঃগঠন করার কথা থাকলেও কমিটি গঠন না করায় নানা গুঞ্জন ও ক্ষোভ বাড়ছে।
জানা যায়, ২০১৯ সালে পাইকগাছা সাবেক ওসি এমদাদুল হক শেখ থানার সামনে বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করে বঙ্গবন্ধু চত্ত্বর তৈরী করেন। চত্ত্বর সংরক্ষনের জন্য ১৮ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি প্রকাশ পেলে কমিটিতে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু আদর্শ বিরোধীদের না থাকায় কমিটি পুনঃগঠন করার জন্য দাবী উঠে। কমিটি পুনঃগঠন করা হবে বললেও দীর্ঘ বছর কমিটি পুনঃগঠন না করায় নানা গুঞ্জন ও ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে সাবেক ওসি এমদাদুল হক শেখ বলেন বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাসীদের নিয়ে কমিটি পুনঃগঠন করা হবে বললেও কমিটি গঠন করা হয়নি এর মধ্যে তিনি বদলি হয়ে যান। এরপর ওসি এজাজ শফি থানা যোগদান করার পর বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষন কমিটি নিয়ে তাকে জানানো হলে তিনি বলেন কমিটি পুনঃগঠন করা হয়েছে। কিন্তু তিনি কমিটি পরিবর্তন না করে বদলি হয়ে যান। এ বিষয়ে পাইকগাছা আইনজীবির সমিতির সদস্য এ্যাড. শফিকুল ইসলাম কচি বলেন, বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষন কমিটি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের নিয়ে কমিটি গঠন করা উচিত। বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষনা পরিষদ পাইকগাছা শাখার সভাপতি প্রভাষক মোমিন উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে তারাই বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষন করবে। যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে না তাদেরকে নিয়ে কমিটি করা মানে বঙ্গবন্ধুকে নিয়ে ঠাট্টা-তামাশা করা হচ্ছে বলে মনে হয়। তিনি বঙ্গবন্ধুর আদর্শের লোক নিয়ে কমিটি গঠনের জোর দাবী জানান। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু বলেন, আমাকে বলা হয়েছে বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষন কমিটি পরিবর্তন করা হয়েছে। উক্ত কমিটিতে বিএনপি’র রাজনীতি করে এমন কয়েকজনের নাম রয়েছে, যা নিয়ে সমালোচনা হচ্ছে। কেন এতদিন কমিটি পরিবর্তন করা হয়নি এ বিষয়ে আমি ওসির সঙ্গে কথা বলবো এবং বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী লোকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে বলা হবে। এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, আমি উর্দ্ধোতন স্যারদের সাথে কথা বলে বঙ্গবন্ধু চত্ত্বর সংরক্ষন কমিটি গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।