মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » বিবিধ » মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা
মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা
এস ডব্লিউ; আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, ৩১ বার তোপধ্বনি ও সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) ও জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। হাসপাতাল, কারাগার, শিশু পুনর্বাসন কেন্দ্র, এতিমখানাসমূহে ঐদিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের জন্য ক্রীড়া অনুষ্ঠান, দেশাত্মবোধক যন্ত্রসংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা সদর থেকে শুরু করে ৫০জন বীর মুক্তিযোদ্ধা ৫০টি জাতীয় পতাকাসহ সুসজ্জিত গাড়ীতে জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে পরিভ্রমণ শেষে জেলা সদরে ফিরে আসবেন। ১৭ থেকে ২৩ মার্চ খুলনা সার্কিট হাউস মাঠে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ মার্চ আলোচনা সভা ও রাতে এক মিনিটের জন্য প্রতীকী ব্লাকআউট পালন করা হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।