বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে শেখ মুজিবুর রহমানেরজন্মদিন পালিত
কেশবপুরে শেখ মুজিবুর রহমানেরজন্মদিন পালিত
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা এবং চিত্রাংকণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও নাছিমা সাদেক চম্পা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু সহ সভাপতি এড. রফিকুল ইসলাম পিটু। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, শিক্ষার্থী খাদিজা সুলতানা জিম প্রমুখ। পরে প্রধান অতিথি স্থানীয় পাবলিক ময়দানে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।