বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রার মহারাজপুর ইউপি চেয়ারম্যান মাহমুদের শাস্তির দাবি সচিব সমিতির
কয়রার মহারাজপুর ইউপি চেয়ারম্যান মাহমুদের শাস্তির দাবি সচিব সমিতির
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদ কর্তৃক ইউপি সচিব মোঃ ইকবাল হোসেনকে বেধড়ক মারপিট করে মারাত্মক জখমের প্রতিবাদে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি উঠেছে। বুধবার ২৩ মার্চ খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোঃ জিয়ারাত হোসেন বলেন, তাদের সহকর্মী মোঃ ইকবাল হোসেন কয়রা উজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে কর্মরত। গত ২১ মার্চ নিয়মিত অফিসের কাজ শেষ করে বিকাল ৫টার পরে তিনি অফিস হতে বাড়ীতে ফিরে যান ইকবাল হোসেন। এরপর ইউপি চেয়ারম্যান লোক পাঠিয়ে তাকে বাড়ী থেকে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করে এবং নানান হুমকি দেন। মোবাইল কেড়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। বেধড়ক মারপিটে তার বাম হাত ভেঙ্গে যায় এবং ডান হাত ফ্রান্সার হয়েছে। গায়ে মারপিটের চিহ্ন রয়েছে এবং মাথা গুরুতর আঘাত পান তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা জানার পর আমাদী ইউনিয়নের কর্মরত ইউপি সচিব কয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ অবস্থায় আমরা খুলনার ইউপি সচিব কর্মস্থলে ভীতের মধ্যে রয়েছি। পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা স্বার্থে মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদকে অবিলম্বে গ্রেফতারপূর্বক উল্লেখিত ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানাই। গতকাল ২২ মার্চ কয়রা উপজেলার মহারাজপুর ইউপি চেয়ারম্যান কর্তৃক কর্মরত ইউপি সচিবকে বেধড়ক মারপিট করে মারাত্মক জখমের প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছি।বুধবার কর্মবিরতি পালন করে সংবাদ সম্মেলন করেছেন তারা।সংবাদ সম্মেলনে খুলনার ৬৮টি ইউনিয়নের প্রায় সকল ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।