শুক্রবার ● ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মঞ্চ থেকে নেমে এসে মুক্তিযোদ্ধার হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মঞ্চ থেকে নেমে এসে মুক্তিযোদ্ধার হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
এস ডব্লিউ; মুক্তিযোদ্ধাদের প্রতি অনন্য সম্মান দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চ থেকে নেমে এসে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই মুক্তিযোদ্ধার হাতে পদক তুলে দিলেন সরকারপ্রধান।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের হাতে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন শেখ হাসিনা।
এবারের পুরস্কারজয়ী নয় ব্যক্তির মধ্যে পাঁচজনই মরণোত্তর এ সম্মাননা পেলেন। তাদের পক্ষে তাদের প্রতিনিধিরা এসেছিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে।স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) ছাড়াও মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং সিরাজুল হক মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
একই ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন আব্দুল জলিল ও সিরাজ উদ্দীন আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছর চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আর স্থাপত্যে স্থপতি সৈয়দ মইনুল হোসেনকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হয়েছে।
এছাড়া গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ ভূমিকার স্বীকৃতিতে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে শেষ করায় বিদ্যুৎ বিভাগ এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।
নিজের হাতে গুণীজনদের পুরস্কার তুলে দিতে পারায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘বহুদিন পরে মুক্তি পেলাম তো। আসলে করোনাভাইরাসের সময় তো এক রকম বন্দিখানায় ছিলাম। আজকে আমার ইচ্ছে ছিল এখানে এসে নিজের হাতে স্বাধীনতা পুরস্কার এটাতো একবার দিতে পারিনি। কিন্তু বার বার তো এভাবে নিজেকে বঞ্চিত করতে পারি না। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যে এটা আমার জন্য অনেক সম্মানের, অন্তত পুরস্কারটা হাতে তুলে দিতে পারছি। তাই বহুদিন পরে এই অফিসে আসার সুযোগ পেলাম। আর এতদিন তো সেই ডিজিটাল পদ্ধতিতে অনলাইনেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছিলাম। ’