সোমবার ● ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জমির হারীর টাকা না দেওয়ায় ইট ভাটা মালিক বছিরের নামে লিগ্যাল নোটিশ
পাইকগাছায় জমির হারীর টাকা না দেওয়ায় ইট ভাটা মালিক বছিরের নামে লিগ্যাল নোটিশ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় জমির হারীর টাকা না দেওয়ায় ইট ভাটা মালিক বছির উদ্দীনের নামে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন মোছাঃ সোনালী বেগম। লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে পাইকগাছা উপজেলার পুরাইকাটীতে এমবিবি ব্রিকস এর মালিক বছির উদ্দীন মোছাঃ সোনালী বেগম এর স্বামী মোঃ শাহিনুর রহমান সরদারের খরিদকৃত ও ইজারা লওয়া ১০ বিঘা জমি প্রতি বিঘা ২৫ হাজার টাকা হারী চুক্তিতে লীজ গ্রহন করেন। ইট ভাটা পরিচালনা কারার পর থেকে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে। ২০২১ ও ২০২২ সালের ১০ বিঘা জমির হারীর টাকা ৫ লক্ষ টাকা না দেওয়ায় শাহিনুর রহমানের স্ত্রী মোছাঃ সোনালী বেগম এমবিবি ব্রিকস এর মালিক বছির উদ্দীনের নামে ২৩ মার্চ লিগ্যাল নোটিশ প্রেরন করেছেন। লিগ্যাল নোটিশ প্রেরনের ৭ দিনের মধ্যে তার প্রাপ্য হারীর টাকা প্রদান না কারলে বছির উদ্দীনের নামে মামলা করতে বাধ্য হবে।