বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ; ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই পতিপাদ্য নিয়ে ৭ এপ্রিল খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে খুলনা সিভিল সার্জন দপ্তরের উদ্যোগে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন, কনসালটেন্ট ডাঃ মোঃ রফিকুল ইসলাম, কাজী আবু রাশেদ, ডাঃ মোঃ নাজমুল কবির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিজেকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে জাঙ্ক ও ফাস্ট ফুড পরিহারের কোন বিকল্প নেই। বিশ্বকে সুরক্ষিত রাখার দায়িত্ব সকলের। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। দেশে সরকারিভাবে স্বল্প খরচে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
এর আগে জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন