মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত
পাইকগাছায় ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থানা বিভাগের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছার সহযোগিতায় উপজেলার পুরাইকাটি বিলে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মোঃ ফজুজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড, মোঃ শাহাজান কবির। বিশেষ অতিথি ছিলেন, সিএসও এবং প্রধান মৃত্তিকা বিভাগ ড, আমিনুল ইসলাম,ড, তাহমিদ হোসেন আনছারি,ড, মনিরুজ্জামান, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, কৃষকলীগ নেতা সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, কৃষক আব্দুস সবুর মোড়ল, দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বোরো-২০২১-২২ মওসুমে পতিত জমিতে লবণ সহণশীল ব্রি ধান ৬৭ জাতের ব্লক প্রদর্শনী অনুষ্ঠিত হয।