বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জনতার হাতে গরু চোর আটক
পাইকগাছায় জনতার হাতে গরু চোর আটক
পাইকগাছা প্রতিনিধি : মোঃ ফসিয়ার রহমান”পাইকগাছায় গরু চুরি করার সময় জনতার হাতে দু’চোর আটক হয়েছে। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, কাটাবুনিয়া গ্রামে অসীম কুমার রায় মঙ্গলবার দুপুরে কাটাবুনিয়া বিলে প্রতিদিনের ন্যায় গরু ছেড়ে দিয়ে আসে। সন্ধ্যা ৬টার দিকে গরু দুটি বাড়ী না আসায় অসীম কুমার রায়ের ছেলে চন্দন রায় গরু খুঁজতে যায়। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ী ফিরে আসার সময় কৈয়াসিটিবুনিয়া পিচের রাস্তার উপর গজালিয়া গ্রামের আনারুল গাজীর ছেলে শামীম গাজী (১৯) ও একই এলাকার হাফিজুল মোড়লের ছেলে সোহেল মোড়ল (২৫) গরুর গলায় রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এ সময় চন্দন তাদের গরু চিনতে পেরে তাদের কাছে জিজ্ঞাসা করলে কোন কথা না বলে গরু নিয়ে চলে যেতে থাকে। এ সময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী তাদের দুজনকে গরুসহ আটক করে এবং তাদের পিছনে থাকা একটি মটরভ্যান জব্দ করে পুলিশে দেয়। এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, এলাকাবাসীর সহায়তায় দুজন গরু চোরকে আটক করা হয়েছে। তাদেরকে আদালত মাধ্যমে বুধবার জেলহাজতে প্রেরন করা হয়েছে পাইকগাছার বিভিন্ন গ্রাম থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।