সোমবার ● ২০ জুন ২০২২
প্রথম পাতা » সাহিত্য » মগজ ধোলাই
মগজ ধোলাই
প্রকাশ ঘোষ বিধান=
সত্যি কথা বললে দোষ
যত দোষ নন্দ ঘোষ,
মিথ্যা বলো বহবা নিতে
নাটক সাজাও ধোঁকা দিতে।
ছলনা দিয়ে মগজ ধোলাই
সত্যি কথা হয়না ঝালাই,
বললে কথা হবে দোষ
মিথ্যা ঢাকতে করো ফোঁস।
সাথে চলো মিলিয়ে তাল
খুঁশিতে খাও মিষ্টি ঝাল,
মিষ্টি কথায় তোমার আছে মধু
মন গলাতে করো যাদু।
সত্যি বলতে সাহস পাওনা
ভালো থাকতে সাথে যাওনা,
সবার কাছে ভালো তুমি
সত্য উদ্ঘাটনে লড়বো আমি।
সোজা পথে অনেক ভয়
জান-মালের হবে ক্ষয়,
কা-পুরুষ তুমি খাবে বসে ক্ষীর
বন্ধুর পথে লড়বে সে বীর।