শুক্রবার ● ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে শেখ কামালের জন্মদিবস পালন
আশাশুনিতে শেখ কামালের জন্মদিবস পালন
আশাশুনি : আশাশুনিতে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, আশাশুনি সরকারি কলেজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তি পুস্পমাল্য অর্পন করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, নির্বাচন অফিসার সিকদার কামরুজ্জামান, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী প্রমুখ।
পরে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুব সম্প্রদায়কে কর্মমূখী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক ও বৃক্ষ বিতরণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান চেক ও বিভিন্ন ঔষধী বৃক্ষের চারা বিতরণ করেন। উপকারভোগি এনায়েত করিমকে ৬০ হাজার টাকা, রফিকুল ইসলামকে ১ লক্ষ টাকা ও ইমান হোসেনকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।